News details

image

Sayantani Dutta / 14 November, 2024

ট্যাব কেলেঙ্কারিতে বাড়ল গ্রেফতারির সংখ্যা তৃণমূল নেতার ছেলের নাম উঠে আসছে জালিয়াতিতে

 

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর - ট্যাব কেলেঙ্কারি নিয়ে ধরপাকড় রাজ্যে। ট্যাবের টাকা  যাচ্ছে ভিনরাজ্যের বাসিন্দাদের কাছে। এই ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস করতে তৎপর রাজ্য পুলিশ। জেলায় জেলায় গঠন করা  হয়েছে বিশেষ তদন্তকারী দল।  তদন্তে এবার নাম উঠে এসেছে শাসক দলের নেতার ছেলের। মালদার বৈষ্ণবনগরে ধৃত শ্রবণ সরকার। শ্রবনের বাবা কালিয়াচক ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল এসসি সেলের ব্লক সভাপতি। সেই সঙ্গে বৃহস্পতিবার এই কাণ্ডে গ্রেফতার উত্তর দিনাজপুরের, চোপড়ার বাসিন্দা নূর আলম ।  

এর আগে রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা তছরূপের অভিযোগে উত্তরবঙ্গের ২ জেলা থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। মালদা থেকে ১ ও উত্তর দিনাজপুর থেকেও গ্রেফতার হয় ৩ জন। প্রতি ১০ হাজার টাকায় ৩০০ টাকা কমিশনে অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ট্যাবের টাকা সরাচ্ছিল প্রতারকরা। 

শুধু রাজ্যে নয় ট্যাব কেলেঙ্কারির যোগ ভিনরাজ্যেরও।রাজ্য ও রাজ্যের বাইরে প্রায় ২৫০টি  অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে সরকারি প্রকল্পের টাকা চলে গিয়েছে। বহু ছাত্রছাত্রীর টাকা ক্রেডিট হয়েছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশায়। এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে সাতটি, ছত্রিশগড়ে পাঁচটি ও ওড়িশার একটি ভুয়ো অ্যাকাউন্টের হদিস মিলেছে।