কর্নাটকে গ্রেফতার ৬ বাংলাদেশী, মিলেছে জাল পরিচয়পত্র
নিজস্ব প্রতিনিধি, কর্নাটক - ভুয়ো আধারকার্ড নিয়ে এক রাজ্য থেকে আর এক রাজ্যে চলছে বাংলাদেশী। দেশ জুড়ে এই চক্রে গ্রেফতার বহু বাংলাদেশী। এবার ফের একবার এরকমই ভুয়ো আধার কার্ড সহ গ্রেফতার ৬। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিত্রদূর্গে।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে কর্নাটকের চিত্রদূর্গে গ্রেফতার হয় ৬ বাংলাদেশী। চিত্রদূর্গে কাজের খোঁজ করছিল তারা। পুলিশের সন্দেহ হওয়ায় তল্লাশি করলে মেলে জাল আধার কার্ড ও প্যান কার্ড।
পুলিশের অনুমান বাংলা পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে এই ৬ জন ।তার পরেই পশ্চিমবঙ্গ থেকে নিজেদের ভুয়ো পরিচয় পত্র বানায় তারা। নিছক কাজের খোঁজে এই জালিয়াতি নাকি এর পিছন কোনো বড় উদ্দেশ্য রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।