শর্মিলা পুত্র সইফের উপর হামলা, উদ্বিগ্ন মমতা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বুধবার ভোর রাতে বাড়িতে ঢুকে অভিনেতা সইফ আলি খানের উপর হামলা চালায় এক দুষ্কৃতী। অস্ত্রোপচার হয়েছে বলিউড নবাবের। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শর্মিলা পুত্র সইফ আলি খানের উপর হামলার ঘটনায় উদ্বেগপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “যারা এই ঘটনার জন্য দায়ী, তাঁদেরকে এর জবাব দিতে হবে।“ কঠিন পরিস্থিতিতে শর্মিলা ঠাকুর, করিনা কাপুর সহ গোটা পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সইফের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, সইফের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখে মুম্বই পুলিশ। বাড়ির নিরাপত্তারক্ষী এবং পরিচারকদের জিজ্ঞাসাবাদও করা হয়। সেই ভিত্তিতে ৩ সন্দেহভাজনকে আটক করে পুলিশ। আশেপাশের বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার ভোর ৪টে নাগাদ আচমকা বান্দ্রার সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের ১২ তলায় সইফের বাড়িতে ঢুকে পড়ে চার দুষ্কৃতী। তখনই ঘুম ভেঙে যায় অভিনেতার। দুষ্কৃতীর সঙ্গে ধস্তাধস্তি হয় বলিউডের নবাবের। সেই সময় সইফকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে দুষ্কৃতী। ছুরির আঘাতে গুরুতর আহত হন অভিনেতা। হাতে গলায় চোট পান সইফ। তৎক্ষণাৎ আহত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সইফকে।
হাসপাতালের চিকিৎসক নীরজ উত্তামানি জানিয়েছেন, সইফের শরীরে ৬টি ক্ষত রয়েছে। তার মধ্যে ২ টি বেশ গভীর। এর মধ্যেই শিরদাঁড়ার কাছেও একটি ক্ষত আছে। একজন কসমেটির সার্জেন সহ চিকিৎসকদের একটি টিম সইফের অস্ত্রোপচার করে। বর্তমানে অস্ত্রোপচার প্রক্রিয়াও শেষ হয়েছে বলে সূত্র মারফৎ খবর।
প্রাথমিক ভাবে অনুমান, বলিউডের নবাবের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকেছিল অভিযুক্ত। তবে এই হামলার পিছনে শুধুমাত্র চুরি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম জানান, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।”