নতুন সচিবের নাম ঘোষণা বিসিসিআইয়ের
নিজস্ব প্রতিনিধি, মুম্বই – বিসিসিআইয়ের সচিব ছিলেন জয় শাহ। কিন্তু বর্তমানে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। সুতরাং, বিসিসিআইয়ের সচিব পদ খালি হয়ে যায়। এবার নতুন সচিবের নাম ঘোষণা করলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি।
দেবজিৎ সইকিয়ার হাতে অন্তর্বর্তী সময়ের জন্য বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব তুলে দিলেন রজার বিনি। দেবজিৎকে দেওয়া চিঠিতে বোর্ড সভাপতি জানিয়েছেন, “বোর্ডের সংবিধান মেনে আপনার হাতে এই দায়িত্ব দেওয়া হল। যতদিন না নতুন স্থায়ী সচিব ঠিক হচ্ছে, ততদিন আপনি দায়িত্ব পালন করবেন।“
২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব পালন করবেন দেবজিৎ সইকিয়া। এতদিন বিসিসিআইয়ের যুগ্মসচিবের দায়িত্ব সামলেছেন তিনি। এবার বিসিসিআইয়ের সচিব পদের দায়িত্ব সামলাবেন দেবজিৎ।