হিন্দু মতুয়াদের বেছে বেছে নোটিশ, বাগদার বিডিওর বিরুদ্ধে বিজেপির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - বাগদায় মতুয়া ও নমঃশূদ্র হিন্দু সম্প্রদায়ের মানুষদের বেছে বেছে নোটিশ পাঠানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ বিজেপির। বিজেপি নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে টুইটে সরব হয়েছেন। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, বাগদায় বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মতুয়া ও নমঃশূদ্রদের নোটিশ পাঠানোর অভিযোগ উঠছে বাগদার বিডিও অফিসারের বিরুদ্ধে। বনগাঁর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডলের অভিযোগ, বাগদার মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বিজেপির সমর্থক। তাই তাদেরকেই বিশেষ ভাবে চিহ্নিত করে বিডিও অফিসে ডেকে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে। এছাড়াও, বিডিও অফিসার তৃণমূলের হয়ে কাজ বলেও অভিযোগ তুলেছেন বিরোধী নেতা। এই বিষয়ে মঙ্গলবার বিজেপি নেতা দেবদাস মন্ডল এক সাংবাদিক বৈঠক করেন। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
সাংবাদিক সম্মেলনে বনগাঁর সাংগঠনিক জেলার বিজেপি নেতা দেবদাস মন্ডল জানিয়েছেন, ' বাগদায় ভোটার লিস্ট থেকে যেসব নমঃশূদ্র ও মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বিজেপির সমর্থক তাদের নাম বাদ দিচ্ছে। এই সমস্ত মানুষদের রীতিমতো হয়রানি করা হচ্ছে। তৃণমূল ইচ্ছা করে করছে এসব। তারা মনে করছে ১ লক্ষ মতুয়া ভোটারদের বাদ দিয়ে দিলে তাদের জয় নিশ্চিত। বিডিও অফিসার তৃণমূলের দালাল, তিনি তৃণমূলের হয়ে কথা বলে। বিডিও সাহেবকে এটাই বলার আপনি যদি এই খেলা বন্ধ না করেন তাহলে ভবিষ্যতে আপনাকে আপনার অফিসে বন্ধ করে দীর্ঘক্ষণ রেখে দেওয়া হবে।'
যদিও,বিরোধী নেতার এই মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে শাসক দলের বক্তব্য, ' প্রচুর অবৈধ ভোটার আছে যাদের কোন হদিশ পাওয়া যাচ্ছে না। ভিন্ন রাজ্যে বসবাস করছে অথচ এখানে নাম পাওয়া গেছে। সেই নাম গুলোই বিডিওর কাছে লিপিবদ্ধ করা হয়েছে। সেগুলো নিয়েই তদন্ত চলছে। ভিডিও যে কাউকে নোটিশ পাঠাতেই পারে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার জন্য সেই হিসেবে সাধারণ মানুষ প্রমাণ দিতে পারলেই তার ভোট থাকবে। এই নিয়ে বিজেপির এত রেগে যাওয়ার কোন কারণ নেই।
এছাড়াও, তিনি আরও বলেন, ' বিজেপিরা রাজনৈতিক মূর্খ এদের কোন রাজনৈতিক জ্ঞান নেই। এরা শুধু নিজেদেরকে সবার সামনে তুলে ধরার জন্য এরকম খবর নিয়ে আসে। 2019 থেকে এই অবৈধ ভোটার দিয়েভোট বাক্স ভর্তি করছে, তাই এতে এখন এদের অসুবিধা হচ্ছে।'