২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বিজেপির, নতুন মুখ ১৭ টি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - পাখির চোখ ২০২৬ বিধানসভা ভোট। এবার সেই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। শুক্রবার ২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। এই তালিকায় প্রায় ১৭ জন নতুন মুখ আছে।
সূত্রের খবর, বিজেপির তালিকা অনুযায়ী, দক্ষিণবঙ্গের আসানসোল, কলকাতা উত্তর শহরতলি, হাওড়া সদর-সহ কয়েকটি সাংগঠনিক জেলায় সভাপতি পদে বদল হয়েছে। একই ভাবে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহ উত্তর ও দক্ষিণের মতো উত্তরবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জেলায় সভাপতি পদে পরিবর্তন এসেছে।
তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি হিসেবে মলয় সিনহার নাম ঘোষণা করা হল শুক্রবার। তমলুক সংগঠনিক জেলা বিজেপির সভাপতি ছিলেন বিধায়ক তাপসী মণ্ডল। তিনি এ সপ্তাহেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাই তাপসীর বদলে তমলুকের বিজেপি সভাপতি হলেন মলয়। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি হয়েছেন সোমনাথ রায়।
এদিকে উত্তরবঙ্গেও রদবদল করেছে বিজেপি। কোচবিহার থেকে সুকুমার রায়কে সরানো হয়েছে। তাঁর পরিবর্তে আনা হয়েছে অভিজিৎ বর্মনকে। জলপাইগুড়িতে পাঁচ বছরের বেশি সময় জেলা সভাপতি ছিলেন বাপি গোস্বামী। তাঁর জায়গায় আনা হয়েছে শ্যামল রায়কে। মালদা উত্তর সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে উজ্জ্বল দত্তকে। তাঁর পরিবর্তে আনা হয়েছে প্রতাপ সিংহকে।
উত্তর এবং দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় সভাপতি পরিবর্তন না হলেও উত্তর কলকাতা শহরতলীতে আইনজীবী অরিজিৎ বক্সিকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে চণ্ডীচরণ রায়কে। একইভাবে আরামবাগ সাংগঠনিক জেলায় এতদিন সভাপতি ছিলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ। তার জায়গায় আনা হল প্রাক্তন জেলা সভাপতি সুশান্ত বেরাকে। শ্রীরামপুরেও সভাপতি পদে বদল আনা হয়েছে। সেখানে জেলা সভাপতি করা হল সুমন ঘোষকে।
সভাপতি পদে বদল আনা হয়েছে বসিরহাটে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট হিসেবে পরিচিত প্রাক্তন সভাপতি তাপস ঘোষকে সরিয়ে দায়িত্বে আনা হল সুকল্যান বৈদ্যকে। একইভাবে আসানসোল সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেলেন হিন্দু সংহতির নেতা থেকে গত লোকসভা নির্বাচনে বীরভূমে বিজেপির প্রার্থী হওয়া দেবতনু ভট্টাচার্য। দেবতনু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ট হিসেবে পরিচিত।