জাঠ সংরক্ষণ নিয়ে বিশ্বাসঘাতকতা করছে বিজেপি, দাবি কেজরির
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে সকল রাজনৈতিক দলগুলি। সোমবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল দাবি করলেন, “জাঠ সংরক্ষণ নিয়ে বিশ্বাসঘাতকতা করছে বিজেপি।“
কেজরির দাবি, “কেন্দ্রীয় সরকার জাঠদের ওবিসি তালিকাভুক্ত না করার ফলে সংরক্ষণের কোনও সুবিধা পাচ্ছেন না তাঁরা। রাজস্থানের জাঠেরা দিল্লি বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি হতে পারেন, এইমস, সফদরজং হাসপাতাল, সমস্ত কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি পেতে পারেন। কিন্তু দিল্লির জাঠেরা নয়। কারণ, তাঁদের কেন্দ্রীয় ভাবে ওবিসি তালিকাভুক্ত করা হয়নি।“
আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে কেজরি লিখেছিলেন, "রাজস্থানে বসবাসকারী জাঠ সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছে সেখানকার সরকার। ফলে তারা কেন্দ্রীয় সরকারের ওবিসিদের জন্য প্রকল্পের সুবিধা ভোগ করতে পারে। কিন্তু দিল্লিতে বসবাসকারী জাঠ যুবকরা এই সুবিধা থেকে বঞ্চিত।" তবে এই বিষয়ে কোনও গুরুত্ব দেয়নি মোদি সরকার। আসন্ন দিল্লি নির্বাচনের আগে এ বিষয়ে চিঠি দিয়ে আরও একবার মনে করিয়ে দিলেন আপ প্রধান।
সম্প্রতি চিঠিতে কেজরি লেখেন, "দিল্লিতে বসবাসকারী জাঠ সম্প্রদায়ের প্রতি অবিচার করছে কেন্দ্রীয় সরকার। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জাঠ সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার বিষয়টি নিয়ে তারপর আর কর্ণপাত করেনি।"