দিলীপ ঘোষের নেতৃত্বে মুর্শিদাবাদে বিজেপির মিছিল, যোগ্যদের পাশে থাকার বার্তা
নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - চাকরি প্রার্থীদের ন্যায়বিচারের দাবিতে উত্তাল রাজ্য রাজনীতি। বিভিন্ন এলাকায় সংগঠিত হচ্ছে মিছিল। বুধবার বহরমপুরে জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হল এক প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি। যেখানে নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপির বরিষ্ঠ নেতা দিলীপ ঘোষ।
সূত্রের খবর, বুধবার মুর্শিদাবাদ জেলা বিজেপির উদ্যোগে বহরমপুর জেলা কার্যালয় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। স্লোগান তুলে খাগড়া সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রম করে প্রশাসনিক দফতরের সামনে এসে এই মিছিল শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। আন্দোলনকারীদের দাবি, যোগ্য চাকরি প্রার্থীদের অবিলম্বে বিকল্প ব্যবস্থা করতে হবে ও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রতিবাদ মিছিল থেকে বিরোধী নেতা দিলীপ ঘোষ রাজ্য সরকারকে সরাসরি নিশানা করে বলেন, " মমতা ব্যানার্জী ৮ হাজার অযোগ্য অবৈধ চাকরিপ্রার্থীদের থেকে টাকা খেয়েছে। আর যে ১৮ হাজার বৈধ চাকরিপ্রার্থী আছে তারা পুলিশের লাঠি খাচ্ছে। তাদের ওপর সামান্য মানবিকতা নেই, লাঠিচার্জ করছে। এই সরকার ন্যায় বিচার দেবে তা কেউ আশা করেনা।"
রামনবমীর মিছিলে অস্ত্র ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, " হিন্দু পাড়ায় আক্রমণ হচ্ছে বাড়ি - মন্দির ভাঙ্গা হচ্ছে। তখন মমতা ব্যানার্জি আর তার পুলিশ কোথায় থাকেন। রাজনৈতিক স্বার্থে হিন্দুদের ভয় দেখানো হচ্ছে সে জন্য হিন্দুরা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে।"
পাশাপাশি কংগ্রেসের ওয়াকফ বিলের বিরোধিতা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, " ইন্ডিয়া জোটের যদি বিরোধিতাই করার হতো তাহলে পার্লামেন্টে কেন আসলেন না? পার্লামেন্টে তারা কেউ বক্তব্য না রেখে রাস্তা অবরোধ করছেন। আজকে আর ৩৭০ বা সিএ এসব নিয়ে কেউ কোনো বিরোধিতা করেন না। কালকে ওয়াকফ আইন চালু হয়ে গেলে সবাই ভুলে যাবে।"