রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপির
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - আম্বেদকর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল বিজেপি।
সূত্রের খবর, রাজ্যসভায় সংবিধানের ওপর আলোচনায় অমিত শাহের আম্বেদকর প্রসঙ্গে মন্তব্য বিকৃত করেছেন রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
উল্লেখ্য, আম্বেদকর ইস্যুতে শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি করেন, “এই সদনে দাঁড়িয়ে কোনওরকম দুর্ব্যবহার, অবমাননাকর মন্তব্য বা এমন আচরণ যাতে এই সদনের সঙ্গে যুক্ত কারও অসম্মান হয়, সবগুলিই স্বাধিকার ভঙ্গের শামিল। তাই শাহকে শাস্তি দেওয়া উচিত।“
গত বুধবার শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। এর জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়েছে বিআর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর বলেন, “ভালো লাগছে ডেরেক এই লড়াইয়ের সঙ্গী হয়েছেন এটা জেনে।“
মঙ্গলবার সংসদে বিআর আম্বেদকরকে নিয়ে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিতো তাহলে সাত জন্ম স্বর্গবাস হত।“