ভুয়ো নথিসহ পার্কস্ট্রিট অঞ্চল থেকে গ্রেফতার বিএনপি নেতা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ইসকন মন্দিরের সন্ন্যাসী চিন্ময়দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও সংখ্যালঘুদের উপরে নিপীড়নের খবর উঠে এসেছে বাংলাদেশ থেকে। যার জেরে উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গও। এই আবহে পার্কস্ট্রিট থেকে ভুয়ো নথিসহ গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা সেলিম মাতব্বর।
পুলিশ সূত্রে ধৃত সেলিম মাদারিপুরের বাসিন্দা। ২০১৩ সালের জানুয়ারিতে অবৈধভাবে ভারতে আসে সেলিম। এখানে এসে বনগাঁ এলাকায় বেশ কিছুদিন ছিল। সেখান থেকেই রবি শর্মা নামে ভারতীয় নাম নিয়ে ভুয়ো আধার কার্ড বানায় সেলিম। পরে সেই আধার কার্ডের নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে। এরপর কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকার একটি হোটেলে কর্মী হিসাবে কাজ শুরু করেছিলেন। গোপন সূত্রের খবর পেয়ে শুক্রবার রাতে পার্কস্ট্রিটের একটি হোটেলে অভিযান চালায় কলকাতা পুলিশ। এরপরই জাল পাসপোর্ট সহ গ্রেফতার হয় সেলিম মাতব্বর।
পুলিশি জেরায় সেলিম জানান বাংলাদেশের মাদারিপুরের বিএনপি নেতা ছিলেন।বছর দুয়েক আগে বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। সেই সময় আওয়ামী লিগের হাত থেকে বাঁচতে পশ্চিমবঙ্গে চলে আসেন তিনি। ১৪ ফরেনার্স অ্যাক্ট ও জালিয়াতির ধারায় মামলা রুজু হয়েছে রবি ওরফে সেলিমের বিরুদ্ধে। কিভাবে সীমান্ত টপকে এ রাজ্যে ঢুকল তারপর কোথায় এই জাল পাসপোর্ট ও আধার কার্ড বানিয়েছে, ebong5 ২ বছর ধরে কোথায় কোথায় থেকেছে, জাল পরিচয় তৈরিতে কে বা কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।