News details

image

Sohini Porel / 23 December, 2024

বাপ কা বেটা, ঘরোয়া ক্রিকেটে দ্বি-শতরান শেহবাগ পুত্রের

নিজস্ব প্রতিনিধি, শিলং – কথায় আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। তা আবারও প্রমাণ করে দিলেন শেহবাগ পুত্র। বৃহস্পতিবার শিলংয়ে কোচবিহার ট্রফিতে দ্বিশতরান করলেন বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর শেহবাগ। কোচবিহার ট্রফিতে দিল্লির হয়ে খেলেন তিনি।   
 
কোচবিহার ট্রফিতে বৃহস্পতিবার মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল দিল্লির। ওপেন করতে নেমে ২২৯ বলে ২০০ রান হাঁকিয়ে অপরাজিত রয়েছেন আর্যবীর শেহবাগ। তাঁর ইনিংস সাজানো ছিল ৩৪ টি চার ও ২ টি ছয় দিয়ে। তাঁর স্ট্রাইক রেট ৮৭.৩৪। ট্রিপল সেঞ্চুরির দিকে এগোচ্ছেন শেহবাগ পুত্র।

প্রথম ইনিংসে ২৬০ রান তোলে মেঘালয়ে। আর্যবীরের দ্বিশতরানের ওপর নির্ভর করে ২ উইকেট হারিয়ে ৪৬৮ রান তোলে দিল্লি। মেঘালয়ের বিরুদ্ধে ২০৮ রানে এগিয়ে রয়েছে দিল্লি। আরেক ওপেনার অর্ণব বুজ্ঞার সঙ্গে জুটি বেঁধে ১৮০ রান তোলেন আর্যবীর।  

নিজের ছেলের প্রসঙ্গে বীরেন্দ্র শেহবাগ জানিয়েছেন, “আমি আরও একজন বীরেন্দ্র শেহবাগকে দেখতে চাই না। আমার সন্তানরা বিরাট কোহলি বা হার্দিক পান্ডিয়া হোক। ওরা চাইলে ক্রিকেটার নাও হতে পারে। ওদের নিজেদের কেরিয়ার বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। ওরা ভালো মানুষ হোক, এটাই চাই আমি।“