News details

image

Rabi Mondal / 21 December, 2024

বাড়ির সামনে থেকে অপহৃত শিশু কন্যা, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, মালদা - বাড়ির সামনে রাস্তা থেকে এক শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। শনিবার সকালে এই ঘটনায় শোরগোল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে দুষ্কৃতীদের। শিশুটির খোঁজ শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ব্যবসায়ীক শত্রুতার জেরে এই অপহরণ হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। 

 সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সালালপুর গ্রামে এক ব্যবসায়ীর ছয় বছরের কন্যাকে অপহরণ করে দুষ্কৃতীরা। অপহৃতা শিশু কন্যার নাম আফরোজা খাতুন। শিশুটি স্থানীয় একটি বেসরকারি নার্সারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। শনিবার সকালে মেয়েটি বাড়ির সামনে পাড়ার শিশুদের সঙ্গে খেলছিল। এমন সময় হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী ওই এলাকায় এসে মেয়েটিকে জোরপূর্বক মোটরসাইকেলে বসিয়ে দ্রুত বেগে চলে যায়। ঘটনার আকস্মিকতায় চমকে যায় সকলেই। এরপরই স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করে। দৌড়ে বাইকটির পিছনে ধাওয়া করে স্থানীয় বাসিন্দা। তবে শেষ রক্ষা হয়নি। অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছে পরিবার। 

 পুলিশ জানিয়েছে ওই দুই অপহরণকারীর ছবি এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। মেয়েটিকে চন্ডিপুরের দিকে দেখা গেছে বলেও খবর। এলাকা জুড়ে তল্লাশিতে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যে বাংলা বিহার সীমান্তে চলছে নাকা চেকিং জোরদার। 

 আফরোজার মা মালা বিবি জানান, "মেয়ে বাইরে পুকুরের পাশে খেলাধুলো করছিল। হঠাৎ মোটরসাইকেল নিয়ে দু’জন এসে আমার মেয়েকে তুলে নিয়ে চলে গিয়েছে। দিন কয়েক ধরে ওই ২ টো মোটরবাইক বাড়ির সামনে ঘোরাফেরা করছিল। ওরা যে আমার মেয়েকে তুলে নিয়ে যেতে আসবে সেটা বুঝিনি।"