News details

image

Rabi Mondal / 16 December, 2024

হাই কোর্টে খারিজ ‘কালীঘাটের কাকুর’ জামিনের আর্জি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। কিন্তু এই মামলায় জোড় ধাক্কা খেলেন তিনি। সোমবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যার জেরে সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং ‘শোন অ্যারেস্ট’ করতে পারবে।

 সূত্রের খবর, সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলার শুনানি হয়েছে। সিবিআইয়ের মামলায় আগে অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত না থাকলেও, সোমবার ইডির মামলায় ভার্চুয়ালি হাজিরা দেন সুজয়কৃষ্ণ। সম্প্রতি ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। এরই মধ্যে সিবিআই তাঁকে হেফাজতে নিতে চাইছে। এই অবস্থায় নতুন করে গ্রেফতার হওয়ার আশঙ্কায় হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানান সুজয়কৃষ্ণ। সোমবার সেই মামলায় শুনানির সময়, আদালত প্রশ্ন তুলেছিল, কেন গত দেড় বছর ধরে অভিযুক্ত ইডি মামলায় আটকে থাকার সময় সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করার কোনো উদ্যোগ নেয়নি? আদালত সিবিআইকে নির্দেশ দেয়, সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে নতুন কোনো তথ্য পাওয়া গিয়েছে কিনা, তা আদালতে জমা দেওয়ার জন্য। তবে এত প্রশ্ন সত্ত্বেও সোমবার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

 প্রসঙ্গত, গত মে মাসে, ২০২৩ সালে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। ইডির মামলায় জামিন পাওয়ার পর, সিবিআই নতুন করে তাকে হেফাজতে নিতে চেয়েছিল, যাতে তাঁর বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করতে পারে এবং আরও তদন্ত করতে পারে। কিন্তু সুজয়কৃষ্ণ অসুস্থতার কারণ দেখিয়ে পাঁচ বার নিম্ন আদালতে হাজিরার নির্দেশ অমান্য করেন। এর পরেই গ্রেফতারি ঠেকানোর জন্য কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিল।