মনোজ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলি পাড়া, শোকজ্ঞাপন অক্ষয়-করণের
নিজস্ব প্রতিনিধি, মুম্বই – শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শোকস্তব্ধ সিনে জগত। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অক্ষয়রা।
দীর্ঘদিন ধরে বয়সজনিত সমস্যায় ভুগছিলেন মনোজ কুমার। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। হাসপাতাল সূত্রের খবর, লিভার সিরোসিরের কারণে মৃত্যু হয়েছে তাঁর। মনোজ কুমারের ছেলে কুণাল গোস্বামী জানান, “আগামিকাল সকালে বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।“
শোকজ্ঞাপন করে অক্ষয় কুমার লিখেছেন, “আমি ছোট থেকে আপনাকে দেখে শিখেছি দেশের প্রতি ভালবাসা এবং গর্ব কিভাবে দেখাতে হয়। আমরা যারা অভিনেতা অভিনেত্রী, তারাই যদি নিজেদের অভিব্যক্তি প্রকাশ না করতে পারি তাহলে কে করবে? আপনি ইন্ডাস্ট্রির অনেক বড় সম্পদ ছিলেন। আপনার আত্মার শান্তি কামনা করি।“
অভিনেতা মনোজ কুমারের একটি ছবির দৃশ্যপট শেয়ার করে পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী লিখেছেন, “ভারতের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক তথা অভিনেতা। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত মনোজ কুমার জি আজ আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। একজন দূরদর্শী পরিচালক এবং একজন অভিনেতা হয়ে আপনি যে বিনোদন মানুষকে দিয়েছেন, তা সত্যি মনে রাখার মতো।“
পরিচালক মধুর ভান্ডারকর লিখেছেন, “কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার স্যারের মৃত্যুতে আমি ভীষণভাবে শোকাহত। অনেক অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হওয়ার এবং আলাপচারিতার সৌভাগ্য হয়েছিল আমার। উনি সত্যিই ভারতীয় চলচ্চিত্রের একজন আইকন ছিলেন। প্রজন্মের পর প্রজন্ম ওঁকে দেখে অনুপ্রাণিত হবে। ওঁর পরিবারের সদস্য এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।“
করুন জোহর শোকবার্তায় লিখেছেন, “আজ আমরা হিন্দি সিনেমার একজন কিংবদন্তিকে হারালাম। শ্রী মনোজ কুমার। ছোটবেলায় দেখা ক্রান্তি সিনেমার স্ক্রিনিং দেখেছিলাম যেখানে ছবির নন এডিটিং করা ৪ ঘণ্টার একটি শো দেখেছিলাম আমরা। মনোজ জি সকলের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন, এই ছবিটি তখন বক্স অফিসের ইতিহাস তৈরি করেছিল।“