পাকিস্তানে দাপাদাপি বালোচ বিদ্রোহীদের, ওয়াঘার ওপারে প্রাইভেট নিরাপত্তারক্ষী মোতায়েন চীনের
নিজস্ব প্রতিনিধি, করাচি – দিনে দিনে পাকিস্তানে বেড়েই চলেছে বালোচ বিদ্রোহীদের দাপাদাপি। এই আবহে সে দেশে প্রাইভেট নিরাপত্তারক্ষী মোতায়েন করল চীন। রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। সম্প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করাচিতে ১৪৪ ধারা জারি করেছিল করাচির কমিশনার।
সূত্রের খবর, পাকিস্তানে চীন-পাক ইকোনমিক করিডরে কর্মরত চীনা ইঞ্জিনিয়ার এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই নিরাপত্তাকর্মীদের মোতায়েন করতে চলেছে চীন। এই আবহে চীনকেও হুঁশিয়ারি দিয়েছে বালোচ বিদ্রোহীরা। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাঁদের জায়গায় চীনা প্রকল্প করতে দেওয়া হবে না।
কোয়েটা-তাফতান আরসিডি হাইওয়ে ব্লক করা হয়েছে নোশকিতে। সেখানে চেকপোস্ট তৈরি করেছে বালোচ বিদ্রোহীরা। কোয়েটা-করাচি, সিব্বি-কোয়েটা এবং মাকরান উপকূলীয় হাইওয়ে বন্ধ করেছে বিদ্রোহীরা। পাক সেনার ওপর হামলা হয়েছে মন্দ, সামি, দশ্ত, সিব্বি, তুরবত, বোলন, মাস্টাঙ, গোয়াদার, খরান সহ বহু জায়গায়।
উল্লেখ্য, গত ২১ মার্চ কোয়েটায় পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে বালোচ ইয়াকজেহতি কমিটি। সেই প্রতিবাদকে ছত্রভঙ্গ করতে সাধারণ মানুষের ওপরে নির্বিচারে গুলি চালিয়েছে বালোচ পুলিশ। এর জেরে মৃত্যু হয় একাধিক বালোচের। কোয়েটার রাস্তায় শিশু সহ অন্তত ৫ জন আন্দোলনকারীকে খুন করা হয় বলে দাবি উঠেছে।
অভিযোগ, বিক্ষোভে বালোচদের খুন করে পুলিশ দেহ গুম করে নিয়ে চলে যায়। এমনকি নোবেল শান্তি পুরস্কারে মনোনীত মাহরাং বালোচকে অপহরণ করে পাক পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করেছে বালোচিস্তান পুলিশ। এর আগে মাহরাংয়ের বাবা এবং ভাইকে পাক সেনা খুন করেছিল বলে অভিযোগ রয়েছে। এই আবহে বালোচিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে পাকিস্তান।