ধরাশায়ী বাংলাদেশ, মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত
নিজস্ব প্রতিনিধি, কুয়ালালামপুর - ছেলেরা যেটা পারল না, সেটা করে দেখাল মেয়েরা। ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে ছিল ভারত। রবিবার সেই বাংলাদেশকেই হারিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। ৪১ রানে জয় পেল ভারত।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ওপেনার গঙ্গাদি তৃষা সর্বাধিক ৫২(৪৭) রান তোলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে। কার্যত ভারতের ইনিংস একাই এগিয়ে নিয়ে যান গঙ্গাদি তৃষা।
এছাড়া ভারতের হয়ে অধিনায়ক নিকি প্রসাদ ১৩(২১) রান এবং মিথিলা বিনোদ ১৭(১২) রান স্কোরবোর্ডে যোগ করেন। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন সর্বাধিক ৪ টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ। স্কোরবোর্ডে ৭৬ রান। জুয়াইরিয়া ফেরদৌস ২২(৩০) রান ও ফাহমিদ চোয়া ১৮(২৪) রান তোলেন। ভারতের হয়ে আয়ুশী শুক্লা নেন ৩ টি উইকেট।