News details

image

Sayantani Dutta / 24 December, 2024

মহেশতলায় স্টেট ব্যাঙ্কে চুরি!!! ভাবনায় ব্যাঙ্কের গ্রাহকরা

নিজস্ব প্রাতিনিধি,উত্তর ২৪ পরগনা – জনবহুল এলাকায় ব্যাঙ্ক। তারপরেও চুরি ব্যাঙ্কে। সকালে ব্যাঙ্ক খুলতেই দেখা যায়, স্টেট ব্যাঙ্কের লকার রুমের দরজার তালা ভাঙা। ইতিমধ্যেই তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ। তবে এই চুরি নিয়ে চিন্তায় ব্যাঙ্কের গ্রাহকরা। 

 

গত পরশু ছিল চতুর্থ শনিবার। বন্ধ ছিল ব্যাঙ্ক । শুক্রবার নির্দিষ্ট সময়ে লকার রুমে তালা লাগিয়ে ব্যাঙ্ক বন্ধ করে যান নিরাপত্তা রক্ষী। দুদিন ছুটির পর সোমবার সকালে মহেশতলার বাটা মোড়ের কাছের স্টেট ব্যাঙ্কের শাটার খুলে ভেতরে ঢোকেন ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী। কিন্তু ঢুকেই দেখে ব্যাঙ্কের লকার ভাঙা। খবর পেয়েই দ্রুত আসেন ব্যাঙ্কের ম্যানেজার-সহ অন্যান্য কর্মীরা। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। 

 

পুলিশ সুত্রে খবর ব্যাঙ্কের ভিতরের সিসি ক্যামেরার তার কাটা ছিল। ডিভিআরও গায়েব। তাই কে বা কারা এই ঘটনায় যুক্ত তা জানা সম্ভব হয়নি। রাতে ব্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। সেই সুযোগেই লুঠ বলে অনুমান পুলিশের। কত টাকা বা সোনাদানা খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে মহেশতলা থানার পুলিশ।

 

বেলা বাড়তে ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের জানিয়ে দেয়, ব্যাঙ্কে ডাকাতি হয়েছে। এখন ঢোকা যাবে না। এর পরই রাগে, ক্ষোভে ব্যাঙ্কের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকরা। একজন গ্রাহক বলেন, 'যত দূর জানতে পারছি কাল আসতে বলা হয়েছে। আপাতত পুলিশ তদন্ত করছে। শোনা যাচ্ছে ফিঙ্গার প্রিন্ট চেক করা হবে। আমাদের একটাই কথা, ঘটনার পর অন্তত ব্যাঙ্কের নিরাপত্তা আরও বাড়ানো হোক। দ্রুত চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার হোক।'