ডিসেম্বরে বন্ধ বারাসাত উড়ালপুল, শুরু হবে সংস্করণের কাজ
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - ডিসেম্বরে শুরু হচ্ছে বারাসাত উড়ালপুল সংস্করণের কাজ। যার জেরে প্রতি শনি ও রবিবার উড়ালপুলে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের।
৬ ডিসেম্বর থেকে প্রতি শনি ও রবিবার বারাসাত উড়ালপুল সংস্কারের কাজ হবে। চলবে আগামী চারমাস। এজন্য কাজ শুরুর পর থেকে প্রতি শনি ও রবিবার ফ্লাইওভার দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ রাখা হবে। বাকি দিনগুলিতে অবশ্য যান চলাচল স্বাভাবিক থাকবে। বুধবার দোলতলা পুলিশ লাইনে এনিয়ে একটি বৈঠক হয়। বুধবার দোলতলা বৈঠকে পুলিশ প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন বারাসত ও মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান, পরিবহণ ইউনিয়নের নেতারা ।
ফ্লাইওভারের নিচে রয়েছে বহু ছোট-বড় ব্যবসায়ীদের দোকান। তাঁদেরও সংস্করণ চলাকালীন সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। সেইসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এরপর উচ্চ মাধ্যমিক। সেই দিকে নজর রেখে যে শনিবারে পরীক্ষা পড়েছে, সেই দিনগুলিতে মেরামতির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।