‘ভাষা নিয়ে আরও সংযত হোন’, ইউনুস সরকারকে কড়া বার্তা ভারতের
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – কখনও পশ্চিমবঙ্গ, কখনও বা ত্রিপুরা, আবার কখনও অসমকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। আবার বাংলা-বিহার-ওড়িশা দখল করার ডাকও দিয়েছেন বাংলাদেশের নেতা-নেত্রীরা। এবার অখণ্ড বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের ঘনিষ্ঠ মাহফুজ আলম। এই প্রসঙ্গে ইউনুস সরকারকে কড়া বার্তা দিল ভারত।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, “ভাষা নিয়ে আরও সংযত হোন। বিতর্কিত পোস্ট ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা সংশ্লিষ্ট পক্ষকে বলছি, ভারত বিরোধী মন্তব্য করা থেকে নিজেদের জনগণকে সতর্ক করুক অন্তর্বর্তী সরকার। ভারত বারবার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতিতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু এ ধরণের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। সেক্ষেত্রে সকলের দায়িত্ববোধ থাকা প্রয়োজন।“
ফেসবুকে একটি পোস্ট করেছিলেন মহম্মদ ইউনুসের ঘনিষ্ঠ মাহফুজ আলম। তিনি অখণ্ড বাংলাদেশ গড়ার ডাক দেন। পাশাপাশি ভারতের একাধিক রাজ্য নিজেদের অধীনে নেওয়ার কথাও উল্লেখ করেছিলেন।