বদল হতে পারে বঙ্গ বিজেপির সভাপতি, ইঙ্গিত দিলেন খোদ সুকান্ত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে রবিবারই সল্টলেকে বৈঠকে করেছে বিজেপির কোর কমিটি। উপস্থিত ছিলেন সুনীল বনশল, সতীশ ধন্দ, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোর্তিময় সিং মাহাত এবং দীপক বর্মন। সেই বৈঠক শেষে সভাপতি নির্বাচনের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ সুকান্ত মজুমদার। জানিয়ে দিলেন, রাজ্য সভাপতি নিয়োগ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে।
রবিবার বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, "জেলা সভাপতি দের নাম নির্দিষ্ট সময় জানানো হবে। ভোটাভুটি করে রাজ্য সভাপতি তৈরীর জন্য প্রস্তুত আমরা। রাজ্য সভাপতি নিয়োগ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এখনও কোনও কেন্দ্রীয় নির্দেশ আসেনি। উপর থেকে নির্দেশ এলে রাজ্য সভাপতি নির্বাচন শুরু হবে। আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি ২৫টি জেলার সভাপতি নির্বাচন শেষ হয়েছে। তার মানে তারা রাজ্য সভাপতি নির্বাচন করতে পারে।"
বিজেপি নেতা আরও বলেন, "পুরনো বা নতুন নিয়ে দল চলে। শুধু নতুন কিংবা পুরোনো দিয়ে দল সম্ভব নয়। যারা জেলা সভাপতি হয়েছেন তাদের বেশির ভাগই ১৫ বছরের বেশি বিজেপির সঙ্গে যুক্ত দল করেছেন। আর রাজ্য সভাপতির পদে যিনি বসেন সেটা পরিবর্তিত হয় তবে কাজ একইভাবে চলতে থাকে। বিজেপির সংগঠনিক এ ধরনের বৈঠক হয়ে থাকে। এটি একটি টিম গেম। ক্যাপ্টেন পরিবর্তিত হয় তবে কাজ একই থাকে।"
এছাড়া জেলা সভাপতি নাম প্রকাশের পরেই বিজেপির বিক্ষোভ প্রসঙ্গে সুকান্ত জানান, "দু একটা জায়গায় বাদ এ এমন কোন ঘটনা ঘটেন। এর মধ্যে বেশিরভাগ গোষ্ঠী কোন্দল তৃণমূল স্পন্সর। আর যদি বিজেপির কোন কর্মীর মধ্যে অসন্তোষ থেকে থাকে তাহলে রাজ্য বা কেন্দ্র নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা বলুন।"