News details

image

Rabi Mondal / 22 December, 2024

বিজেপি যুব নেতার বাড়িতে হানা গোয়েন্দার, অর্জুন সিংয়ের বাধা ঘিরে সরগরম ভাটপাড়া

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - এবার ভাটপাড়ায় বিজেপি যুবনেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে হানা দিল গোয়েন্দারা।শনিবার রাতে তাঁর বাড়িতে নোটিস দিতে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। প্রিয়াঙ্গু অনুগামীরা বাধা দেন বলে অভিযোগ। দুপক্ষের হাতাহাতিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি ভাটপাড়া পুরসভার ৯ নং ওয়ার্ডের ৬ নং গলি এলাকা। খবর পেয়ে সেখানে যান বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্গু পাণ্ডের উপর হামলা ও খুনের চেষ্টার অভিযোগ তোলেন তিনি।

 সূত্রের খবর, ভাটপাড়ায় বিজেপি যুব নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে হানা দেয় গোয়েন্দা। পুরনো একটি মামলার তদন্তেই এই হানা। শনিবার রাতে তাঁর বাড়িতে নোটিশ দিতে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অফিসাররা। এই আবহে প্রিয়াঙ্গু পাণ্ডের অনুগামীরা অফিসারদের বাধা দেন বলে অভিযোগ। তখনই দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি, হাতাহাতি। 

 খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। তখনই দুজনকে গ্রেফতার করা হয়। সেই সময়ে দ্রুত প্রিয়াঙ্গুর বাড়িতে যান অর্জুন সিং। তিনি পুলিশ আধিকারিকদের কাছ থেকে প্রিয়াঙ্গুর বিরুদ্ধে নোটিস দেখতে চান। তাঁকে সেই নোটিস দেখাতে পারেনি পুলিশ কর্তারা। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্গু পাণ্ডের উপর হামলা ও খুনের চেষ্টার অভিযোগ তোলেন তিনি।

 প্রসঙ্গত, ২০১৮ সালে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং পিপিপি মডেলে একটি প্রকল্পের চুক্তি করেছিলেন। প্রিয়াঙ্গু পাণ্ডের সম্পত্তিতে এই প্রকল্পটি ৭০-৩০ শতাংশ চুক্তিতে হবে বলেই ঠিক হয়েছিল। কিন্তু সেই চুক্তি মত কাজ না হওয়ায় পুরসভার অভিযোগের ভিত্তিতে এদিন সন্ধ্যায় পুলিশ সেই সংক্রান্ত নোটিস দিতে প্রিয়াঙ্গুর বাড়িতে যায়। এরপর সেই নোটিশ কে ঘিরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি।