বড়সড় সাফল্য, পুলিশের গুলিতে তেলেঙ্গানায় খতম ৭ মাওবাদী
নিজস্ব প্রতিনিধি, তেলেঙ্গানা – রবিবার সকালে মাওবাদী দমন অভিযানে তেলেঙ্গানায় বড়সড় সাফল্য পুলিশের। পুলিশের গুলিতে খতম ৭ মাওবাদী। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে আগ্নেয়াস্ত্র। মৃত মাওবাদীদের মধ্যে রয়েছে মাও নেতা বদ্রু ওরফে পাপান্না।
সূত্রের খবর, এদিন তেলেঙ্গানার মুলুগু জেলার এতুরনাগারামের চালপাকা জঙ্গলে মাওবাদী দমন অভিযান চালায় পুলিশ ও নকশাল-বিরোধী বিশেষ বাহিনী ‘গ্রেহাউন্ড’। মাওবাদীদের লক্ষ্য করে গুলি চালায় তাঁরা। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৭ মাওবাদীর।
এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, মাওবাদী দমন অভিযানে খতম হয়েছে ৭ মাওবাদী। ঘটনাস্থল থেকে দুটি একে ৪৭-সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, গত মাসেই ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়েছিল ১০ মাওবাদী।