অগ্নিকান্ডের জেরে ভস্মীভূত বিজয়গঞ্জ বাজারে ৪ টি দোকান
নিজস্ব প্রাতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা – বিধ্বংসী আগুন দক্ষিণ ২৪ পরগনার বিজয়গঞ্জ বাজারে। পুড়ে ছাই হল বহু দোকান। দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন। তবে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা।
সুত্রের খবর, বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে মন্দির বাজার থানার বিজয়গঞ্জ বাজারে। স্থানীয়দের থেকে খবর পেয়ে দোকানে আসেন ব্যবসায়ীরা । কিন্তু তার আগেই ভস্মীভূত ৪টি দোকান। খবর পেয়ে দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মালপত্র পুড়ে গিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। পুড়ে যাওয়া মালপত্র সরানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন,"প্রতিদিনের মতোই রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম ৷ এরপর হঠাৎই গভীর রাতে খবর আসে আগুন লেগে গেছে। তারপর যখন আমরা আসি ততক্ষণে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল ৷ আগুনে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আমারও তার মধ্যে একটি দোকান ছিল।"