News details

image

Rabi Mondal / 20 December, 2024

দ্বিপাক্ষিক বৈঠক শাহবাজ-ইউনুসের  

নিজস্ব প্রতিনিধি, কায়রো – যত সময় যাচ্ছে তত ভারত বিরোধী হয়ে উঠছে বাংলাদেশ। শুধু তাই নয়, বর্তমানে পাকিস্তান শত্রু থেকে বন্ধু হয়ে উঠছে ওপার বাংলার। এই পরিস্থিতিতে মিশরের রাজধানী কায়রোতে দ্বিপাক্ষিক বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ডি-৮ সামিটে অংশ নিতে মিশরে গিয়েছিলেন মহম্মদ ইউনুস। সেখানে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠকও করেন তাঁরা। সূত্রের খবর, দ্বিপাক্ষিক বৈঠকে পাক প্রধানমন্ত্রীকে মহম্মদ ইউনুস অনুরোধ করে বলেছেন, ১৯৭১-র দুই দেশের সম্পর্কের মোড় ও তিক্ততা ভুলে যেতে। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে প্রস্তুত বাংলাদেশ। 

মহম্মদ ইউনূস বলেন, “আগামী প্রজন্মের জন্য সমস্ত সমস্যার সমাধান করা উচিত।“ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, “আমাদের ভাই, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করা নিয়ে আশাবাদী আমরা।“ এমনকি মহম্মদ ইউনুসকে পাকিস্তানে যেতে আমন্ত্রণও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।