News details

image

Rabi Mondal / 23 November, 2024

মেদিনীপুরেও ভরাডুবি বিজেপির, জয় তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর - বাংলার ৬ টি কেন্দ্রেই জয়জয়কার তৃণমূলের। মেদিনীপুরেও উরল সবুজ আবীর। বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা ৷

 

মেদিনীপুরে বিজয় উল্লাস তৃণমূলের। ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা ৷1 লক্ষ 15 হাজার 104 ভোট পেয়েছেন তিনি। অপরদিকে 81 হাজার 108 ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। অর্থাৎ 33 হাজার 996 ভোটে জয়ী সুজয় হাজরা ৷ জিতের পরেই সবুজ আবীর মেখে জয়ের উদযাপন করেন তিনি।

 

এদিন জয়লাভের পর সুজয় হাজরা বলেন, “মা-মাটি-মানুষের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা আমাদের পথচলায় সবচেয়ে বড় উৎসাহ। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য কাজ করছে এবং এই বিজয় তারই ফলস্বরূপ। আমরা জনগণের পাশে থাকব ও তাঁদের জন্য আরও কাজ করব।"