News details

image

Rabi Mondal / 22 November, 2024

বেআইনি নির্মাণ রুখতে পথ অবরোধ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - নদী ভরাট করে অবৈধভাবে তৈরি হচ্ছে বাড়ি। আর এই বেআইনি নির্মাণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সেইসঙ্গে এই নির্মাণের বিরোধীতা করে পথ অবরোধ করল বিজেপি।

 

সূত্রের খবর, বেত্রাবতী নদী ভরাট করে, সরকারি জমির ওপর অবৈধ নির্মাণ করা হচ্ছে এই অভিযোগ উঠছে উত্তর ২৪ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতার বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বনগাঁ-বাগদা সড়কের বাগদা কৃষি মাণ্ডির সামনে পথ অবরোধ শুরু করে বিজেপি। এই বেআইনি নির্মাণের বিষয়ে বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছে বাগদা থানা ও বিডিওতে।

 

এই অভিযোগ নাকচ করে দিয়েছেন বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার। তিনি জানিয়েছেন বিজেপির অভিযোগ পুরোপুরি মিথ্যা। নদী ভরাট বা কিষাণ মাণ্ডির সামনে সরকারি জমি দখল করে কোনওরকম অবৈধ নির্মাণের সঙ্গে তিনি যুক্ত নন।