News details

image

Rabi Mondal / 25 November, 2024

বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে নারীঘনিষ্ঠতার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বীরভূম - অন্ধকারে নারীর সাথে ঘনিষ্ঠতার অভিযোগ। অভিযোগের তীর বিজেপির সদস্যর বিরুদ্ধে।ষড়যন্ত্র করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ ওই বিজেপি সদস্যর। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার ব্রজেশ গ্রামে। 

 

সূত্রের খবর, রবিবার বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যান বিজেপি সমর্থক নিতাই দাস। সেখানে অন্ধকারে পরস্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা ও অভব্য আচরণ করেন বলে অভিযোগ। পরে দেখতে পেয়ে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের এক সদস্য। তার পরেই ঘটনাস্থল থেকে নিতাইকে আটক করে পুলিশ।

 

তবে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন নিতাই। তিনি জানান তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে তৃণমূল। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিতাই বলেন, "আমি ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। যিনি ছিলেন তিনি আমাদের বিজেপির সেক্রেটারি। দলের বিষয়ে কথা বলছিলাম। তৃণমূল ইচ্ছাকৃতভাবে আমায় ফাঁসাচ্ছে।"