বিজেপি বিধায়কের কন্ঠরোধ বিধানসভায়, প্রতিবাদে ওয়াক আউট বিজেপির
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শীতকালীন অধিবেশন শুরু হতেই উত্তাল বিধানসভা। ওয়াকআউট করল বিজেপি। বিজেপি বিধায়কের কন্ঠরোধ করার চেষ্টায় প্রতিবাদ। বুধবার অধিবেশনে নারী নির্যাতন নিয়ে সরব হন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তখনই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি সদস্যরা।
বিধানসভার বাইরে এসে তাপসী বলেন, "আজ আমি যখন বক্তব্য রাখছিলাম তখন আমার মাইক বন্ধ করে দিয়েছে। এটা সংবিধানের অপমান। যে অপমান মেনে নেওয়া যায় না। আমরা সবাই বিধানসভা থেকে বেরিয়ে এসেছি। এই বিষয়ে তীব্র প্রতিবাদ করছি।"
বিধানসভার বাইরে এসে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “আরজি করের ঘটনার পরেও আমাদের রাজ্যে নারী ও শিশুদের ওপর নির্যাতন চলছেই। শারীরিক অত্যাচার ও খুন ক্রমবর্ধমান। এর বিরুদ্ধে আমাদের মহিলা বিধায়করা এদিন বিধানসভায় একটি মুলতুবি প্রস্তাব জমা করেন। এই মুলতুবি প্রস্তাবের ভাষ্যে এডিটেড পার্ট তাঁদেরকে পড়তে দেওয়া হয়। কিন্তু আলোচনার সুযোগ রাখা হয় না। আমাদের বিধায়ক তাপসী মণ্ডল, শিখা চট্টোপাধ্যায়, মালতি রাভা, চন্দনা বাউড়ি সবাই মিলে যখন প্রতিবাদ করেন, তখন তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয়।”
শঙ্কর ঘোষ জানান , “আসলে তাপসী মণ্ডলের যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা আসলে পশ্চিমবঙ্গের অসংখ্য মহিলা ও শিশুদের কথা বলার মাইক ছিল। তাঁদেরই কন্ঠরুদ্ধ করা হয়েছে। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই বলেছিলেন, বিরোধীদের মুখে সেলোটেপ মেরে দিতে। এদিন স্পিকার সেটাই করেছেন। এটা তো মুখ্যমন্ত্রীর শেখানো।”