ফের রক্তাক্ত মার্কিন মুলুক, স্কুলে হামলা বন্দুকবাজের, মৃত ৩
নিজস্ব প্রতিনিধি, উইসকনসিন – ফের মার্কিন মুলুকে হামলা বন্দুকবাজের। ঘটনাটি ঘটেছে উইসকনসিন প্রদেশের ম্যাডিসন অঞ্চলের একটি স্কুলে। হামলার জেরে মৃত্যু হয়েছে বন্দুকবাজ সহ ৩ জনের। আহত হয়েছেন ৫ জন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, উইসকনসিন প্রদেশের ম্যাডিসন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে হামলা চালায় এক বন্দুকবাজ। হামলায় প্রাণ হারিয়েছেন ৩ জন। এর মধ্যে বন্দুকবাজও রয়েছে। আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ম্যাডিসনের পুলিশ প্রধান শোন বার্নস জানিয়েছেন, হামলাকারী একজন কিশোরী। বয়স ১৭ বছর। পুলিশের দাবি, তাঁরা যখন স্কুলে পৌঁছান, তখন বন্দুকবাজকে মৃত অবস্থায় পাওয়া যায়। উল্লেখ্য, স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। কমপক্ষে ৪০০ জন শিক্ষার্থী রয়েছে।