News details

image

Rabi Mondal / 11 December, 2024

ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত কাবুল, মৃত তালিবান মন্ত্রী হাক্কানি

নিজস্ব প্রতিনিধি, কাবুল – বুধবার ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত কাবুলের উদ্বাস্তু মন্ত্রকের কার্যালয়। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে তালিবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি ও তাঁর ২ জন দেহরক্ষী। এছাড়া আরও ৩ জনের মৃত্যু হয়েছে। হামলার পিছনে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।

তালিবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানির মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ভাইপো আনাস হাক্কানি। তিনি জানান, “আমরা এক সাহসী মুজাহিদকে হারালাম। আমরা কখনও তার আত্মত্যাগ ভুলব না।”  

আফাগানিস্তানের কুখ্যাত জেহাদি সংগঠন ‘হাক্কানি নেটওয়ার্কে’র অন্যতম মাথা ছিলেন খলিলুর হাক্কানি। কুখ্য়াত তালিবান নেতা জালালউদ্দিন হাক্কানির ভাই তিনি। ‘হাক্কানি নেটওয়ার্কে’র প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি। হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান তথা আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির কাকা ছিলেন খলিলুর হাক্কানি।