ফের রক্তাক্ত পাকিস্তান, যাত্রীবাহী গাড়িতে জঙ্গি হামলা, মৃত ৩৮
ফের রক্তাক্ত পাকিস্তান, যাত্রীবাহী গাড়িতে জঙ্গি হামলা, মৃত ৩৮
নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – ফের জঙ্গি হামলায় উত্তপ্ত পাকিস্তান। যাত্রীবাহী গাড়িতে হামলা চালায় একদল জঙ্গি। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৮ জনের। এর মধ্যে রয়েছেন মহিলা ও শিশুও। গুরুতর আহত হয়েছেন ২৯ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, পাকিস্তানের খাইবার পাখতুয়াখোয়ার কুরাম আদিবাসী অধ্যুষিত এলাকায় এক যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গাড়িটি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। মহিলা, শিশু সহ ৩৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্র মারফৎ খবর। আহত ২৯।
স্থানীয় সূত্রে খবর, কমপক্ষে ১০ জন জঙ্গি হামলা চালিয়েছে। এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে পাক পুলিশ।