হরমনপ্রীত-স্মৃতিদের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বোর্ডের
নিজস্ব প্রতিনিধি, মুম্বই – সোমবার ভারতের মহিলা ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করল বিসিসিআই। এবার ১৬ জন মহিলা ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি পুরুষ ক্রিকেটারদের সমান।
নিয়মানুযায়ী, গ্রেড এ-তে থাকা ক্রিকেটাররা বছরে ৫০ লক্ষ টাকা, গ্রেড বি ক্রিকেটাররা ৩০ লক্ষ টাকা এবং গ্রেড সি ক্রিকেটাররা ১০ লক্ষ টাকা করে পাবেন। প্রতি টেস্ট ম্যাচে ১৫ লক্ষ টাকা, প্রতি ওয়ানডে ম্যাচে ৬ লক্ষ টাকা এবং প্রতি টি-টোয়েন্টি ম্যাচে ৩ লক্ষ টাকা করে পান হরমনপ্রীতরা।
য়াঙ্কা পাটিল, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোত কৌর এবং উমা ছেত্রীরা এই প্রথমবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে শামিল হয়েছেন। তবে হারলিন দেওল, মেঘনা সিং, দেবিকা বৈদ্য, সাবিনেনি মেঘনা, অঞ্জলি সারভানিদের চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।
দেখে নিন গ্রেড অনুযায়ী ক্রিকেটারদের তালিকা -
গ্রেড এ - হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা
গ্রেড বি - রেণুকা ঠাকুর, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ, শেফালি ভার্মা
গ্রেড সি - যস্তিকা ভাটিয়া, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোত কৌর, উমা ছেত্রী, স্নেহ রানা, পূজা বস্ত্রকার