সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার, চাঞ্চল্য তমলুকে
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - একাধিকবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ভ্রুণ হত্যা বন্ধ করার জন্য সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়। কিন্তু তাতেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হল সদ্যোজাত শিশুর দেহ। খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপ বসান গ্রামের দাসপাড়া এলাকায়।ইতিমধ্যে তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ।
সূত্রের খবর, রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপ বসান গ্রামের দাসপাড়া এলাকায় একটি পুকুরে অস্বাভাবিক কিছু ভাসতে দেখেন স্থানীয়রা। বাঁশ দিয়ে উপরে তুলে আনলে দেখা যায় একটি শিশুর দেহ। এরপরে এলাকায় চাঞ্চলের ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে তমলুক থানার পুলিশ। ময়না তদন্তের জন্য নিয়ে যায় তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। কিন্তু এত গ্রামের ভেতরে এই পুকুরে কোথা থেকে এলো এই মৃত শিশুর দেহ উত্তর দিতে পারছেন না এলাকার বাসিন্দারা।
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদ্যুত মাঝি বলেন, "আজ সকালে পাড়ার সবাই খবর দেয় পুকুরে একটা বাচ্চার বডি ভাসছে। এরপর আমরা আসি। পুলিশকে খবর দিই। তারপর বডি টা তোলা হয়। কিভাবে কারা ফেলে গেল সে আমরা জানি না। তবে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তাই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নজর রাখা হবে এবং স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে সঠিক তদন্ত হয়।"