News details

image

Rabi Mondal / 03 December, 2024

ভাঙড়ে অব্যাহত বোমাবাজি, অভিযোগের তীর আইএসএফের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - বোমাবাজিকে কেন্দ্র করে আবারও চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে। রাতের অন্ধকারে বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পোলেরহাট থানার কৃষ্ণমাটি এলাকায়। বোমাবাজির পাশাপাশি দিনেও ঘটনাস্থলে তাজা বোমা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর, সোমবার রাতে বোমাবাজি হয় কৃষ্ণমাটি এলাকায়। এরপর মঙ্গলবার সকালে এলাকার একটি পেয়ারা বাগানে তাজা বোমা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পোলেরহাট থানার পুলিশ। কে বা কারা এই ঘটনায় যুক্ত সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনা সামনে আসার পর তৃণমূলের পক্ষ থেকে আইএসএফের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। তৃণমূল কর্মী জাকির ইসলাম বলেন, "কাল রাতে এখানে বম্বিং হয়। তারপর আজ সকালে এখানে বোমা পাওয়া যায়। আমাদের সন্দেহ আইএসএফের ওপর। ওরাই এ কাজ করতে পারে।"

অন্যদিকে আইএসএফ নেতৃত্বের দাবি, গতকাল ভাঙড় ২ নম্বর ব্লকে গিয়েছিলেন আরাবুল ইসলাম। আরাবুল অনুগামীদের ভয় দেখানোর জন্যই শওকত মোল্লার অনুগামীরা বোমাবাজি করে বোমা রেখে গেছে বলে অভিযোগ।