News details

image

Rabi Mondal / 27 November, 2024

তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি, আতঙ্কে এলাকাবাসীরা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা - রাতের অন্ধকারে হামলা। তৃণমূল বুথ সভাপতির বাড়িতে ও দোকানে বোমাবাজি। অভিযোগের তীর পদ্মফুলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙ্গি গ্রামে।

 

উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙ্গি গ্রামের তৃণমূল নেতা তথা বুথ সভাপতি হলেন অশোক প্রধান। মঙ্গলবার রাতে প্রায় সাড়ে তিনটে নাগাদ অশোক প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। এই ঘটনায় ভেঙে পড়েছে তৃণমূল নেতার বাড়ির সামনে থাকা দোকানের একাংশ।

 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাসন্তী থানার পুলিশ। কে বা কারা এই বোমাবাজি করেছে সে বিষয়ে খতিয়ে দেখছে তাঁরা ।তবে তৃণমূল নেতা জানিয়েছেন এর আগেও একাধিকবার হামলা হয়েছে তাঁর ওপর। সেইসঙ্গে বিজেপির সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি অশোক প্রধানের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।