বর্ডার-গাভাসকর ট্রফিতে হার, WTC ফাইনালের আশা শেষ ভারতের
নিজস্ব প্রতিনিধি, সিডনি – দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হল ভারতের। শেষবার ২০১৫ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ছিল টিম ইন্ডিয়া। এর জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা শেষ হয়ে গেল ভারতের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার তাঁদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। লর্ডসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই টিম ইন্ডিয়া।
উল্লেখ্য, সিডনি টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক জাসপ্রীত বুমরা। প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বিধ্বস্ত ভারত। সেই সময় ম্যাচের হাল ধরেন ঋষভ পন্থ। ৯৮ বলে ৪০ রান তুলে সাজঘরে ফেরেন তিনি। পন্থ আউট হওয়ার পরই ভারতের ব্যাটিং লাইন আপের কংকালসার চেহারা সামনে চলে এল।
টপ অর্ডার থেকে মিডল অর্ডার প্রায় ব্যর্থ। তখন লোয়ার অর্ডারে ছোট ছোট পার্টনারশিপ করে এগোয় বুমরা বাহিনী। জাডেজা-সুন্দর জুটি ১৪ রান, সুন্দর-প্রসিধ জুটি ১৪ রান, বুমরা-প্রসিধ জুটি ২৩ রান এবং বুমরা-সিরাজ জুটি ১৭ রান যোগ করে স্কোরবোর্ডে। রবীন্দ্র জাডেজা ২৬(৯৫) রান, জাসপ্রীত বুমরা ২২(১৭) রান ও শভমন গিলের অবদান ২০(৬৪) রান।
অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোল্যান্ড ৪ টি, মিচেল স্টার্ক ৩ টি, প্যাট কামিন্স ২ টি ও নাথান লায়ন ১ টি করে উইকেট নেন। ৭২.২ ওভারে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। স্কোর ১৮৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৮১ রানে শেষ হয়ে যায় অজিদের প্রথম ইনিংস। কার্যত ভারতীয় বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ।
দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ভারতের ১৫৭ রান তোলে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার টার্গেট ১৬২ রান। ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে সিডনি টেস্ট জিতে নিল অজিরা। ৬ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া।