বর্ডার-গাভাস্কার ট্রফি, বুমরা-সিরাজদের দাপটে শান্তির ঘুম উড়ল অজিদের
নিজস্ব প্রতিনিধি, পারথ - বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেও বোলারদের দাপটে স্বস্তি টিম ইন্ডিয়ার। মাত্র ১৫০ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় বুমরা বাহিনী। টেস্ট সিরিজের প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। ৮৩ রানে পিছিয়ে রয়েছে অজিরা।
লোকেশ রাহুল ২৬(৭৪) রান, ঋষভ পন্থ ৩৭(৭৮) রান, নীতীশ কুমার রেড্ডি ৪১(৫৯) রান তোলে। বিরাট কোহলির অবদান মাত্র ৫(১২) রান। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ। ভারতের টপ ও মিডল অর্ডারে ধাক্কা দেন অজি পেসার জশ হ্যাজেলউড। তিনি একাই তুলে নেন ৪ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, মিচেল মার্স ২ টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৫০ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে অ্যালেক্স ক্যারি ২৮ বলে ১৯ রান তোলেন। প্রথম দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন। বুমরা-সিরাজদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। অধিনায়ক জাসপ্রীত বুমরা ৪ টি, মহম্মদ সিরাজ ২ টি ও হর্ষিত রানা ১ টি করে উইকেট তুলে নেন।