News details

image

Rabi Mondal / 03 December, 2024

বন্ধ বাস পরিষেবা, টোটো চালকদের দৌরাত্ম্যের অভিযোগে বিক্ষোভ পূর্ব বর্ধমানে

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - বন্ধ টাউন সার্ভিসের বাস। বর্ধমান শহরে টোটো চালকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে মঙ্গলবার বাস পরিষেবা বন্ধ রাখেন বেসরকারি বাস চালকরা। তার জেরে ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। সকাল থেকেই নবাবহাট বাস স্ট্যান্ডে বাস চালকরা বাস বন্ধ রেখে বিক্ষোভ দেখান।

বাসের কর্মীদের নানা ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ টোটো চালকদের বিরুদ্ধে। বর্ধমান স্টেশন চত্বরে টোটো চালকরা রাস্তায় গাড়ি থামিয়ে অযথা যানজট তৈরি করেন। সোমবারও একই ঘটনা ঘটে বলে অভিযোগ।বাস চালকদের দাবি, দু’সপ্তাহ আগেও একই ঘটনা ঘটে। টাউন সার্ভিসের বাস চালকদের প্রায়ই মারধর করা হয়। প্রশাসন নিরাপত্তা না দিলে বাস চালানোই যাবে না বলে জানান বাস চালকরা। মঙ্গলবার বিক্ষোভের জেরে বন্ধ থাকে বর্ধমান শহরের উল্লাস বাস স্ট্যান্ড, নবাবহাট বাস স্ট্যান্ড, সদরঘাট থেকে টাউন সার্ভিসের বাস। যার জেরে চরম নাকাল হতে হয় যাত্রীদের।  

এক বাস চালক জানান, "সোমবার বাসের সামনে একটি টোটো দাঁড়িয়েছিল। টোটো চালককে সরতে বলায় বাসের চালক, খালাসি ও কর্মীকে মারধর করে ওই টোটো চালক। এই ঘটনার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে আর এই ঘটনা ঘটবে না বলে আশ্বাস দিলে তবেই বাস পরিষেবা দেওয়া হবে।"

যদিও এই বিষয়ে স্থানীয় টোটো ইউনিয়নের প্রেসিডেন্ট ইফতিকার আহমেদ জানান , "ঠিক কী ঘটেছে তা আমি জানি না। তবে দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করব।"