সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হল। ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণির পরীক্ষা ও ১৭ ফেব্রুয়ারি থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হতে চলেছে।
সিবিএসই-র সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত দশম শ্রেণির পরীক্ষা হবে। ১৭ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত চলবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।
ইংরেজি দিয়ে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে। দ্বাদশ শ্রেণির প্রথম পরীক্ষা অন্থ্রোপ্রনওরশিপ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সিবিএসই-র দশম শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে। দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।