News details

image

Rabi Mondal / 16 December, 2024

সিজিও কমপ্লেক্স অভিযান স্টুডেন্ট ফ্রন্টের, বিক্ষোভকারীদের সঙ্গে ধুন্ধুমার পুলিশের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - আরজি করে জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় প্রমান লোপাটের অভিযোগে যুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলের জামিন হয়েছে। ৯০ দিন হয়ে গেলেও সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় জামিন পেয়ে যায় অভিযুক্তরা। তাই এবার সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান করেন স্টুডেন্ট ফ্রন্টের সদস্যরা। এই অভিযান ঘিরেই ধুন্ধুমার শুরু হয় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের।

 সূত্রের খবর, সোমবার স্টুডেন্ট ফ্রন্টের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান করে জনতা। এদিন সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমা হয় মিছিল করে সিজিওয়ের উদ্দেশ্যে রওনা দেয় আন্দোলনকারীরা। তবে সিজিও কমপ্লেক্সের সামনে আগে থেকে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুলিশের ব্যারিকেড করা ছিল সিজিও কমপ্লেক্সের মেইন গেটের সামনে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সিজিও কমপ্লেক্সের ভেতরে ঢুকতে চায়। তাই নিয়ে শুরু হয় ঝামেলা।এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রীতিমত বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যায় ঘটনাস্থল থেকে।

 এই বিক্ষোভ প্রসঙ্গে এক বিক্ষোভকারী বলেন, "আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আজকের এই মিছিল করছি। আমরা আজ সিজিও কমপ্লেক্সে যাচ্ছি। আমরা মনে করিয়ে দিতে চাই এই সিবিআই কতটা অপদার্থ। ৯০ দিন পেরিয়ে গেছে এখনও চার্জশিট জমা পড়েনি। আর দাবি জানাচ্ছি যাতে চার্জশিট দ্রুত জমা পড়ে। সেই সঙ্গে আমরা মনে করিয়ে দিতে চাই সবাইকে তিলোত্তমার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আগেও স্টুডেন্ট ফ্রন্ট বিচারের দাবিতে পথে ছিল, এখনও আছে আর থাকবে।"