রাজ্যপালকে মুর্শিদাবাদ যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার পর রাজ্যপালের মুর্শিদাবাদ সফর ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এমন অবস্থায় মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, লোকাল ছাড়া অন্য কেউ গিয়ে পরিস্থিতি অশান্ত না করাই ভালো।
সূত্রের খবর, মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার পর বৃহস্পতিবার রাজভবনে বিজেপির নেতৃত্বে ঘরছাড়াদের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে। আর সেই সাক্ষাতের পরেই রাজ্যপাল নিজে মুর্শিদাবাদ সফরে যেতে চান, আর সেই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। আগামীকাল মুর্শিদাবাদের সমস্ত ক্ষতিগ্রস্ত জায়গা নিজে পর্যবেক্ষণ করবেন রাজ্যপাল। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে মমতা ব্যানার্জী রাজ্যপালকে মুর্শিদাবাদ যাওয়া থেকে বিরত থাকতে বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, " আমি নিজেও চাইলে যেতে পারতাম কিন্তু যাচ্ছি না কারণ আমি গেলে অন্য কেউ যেতে চাইবে। আমি রাজ্যপাল কে অনুরোধ করবো কিছুদিন অপেক্ষা করে যান আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছে কিন্তু তাদেরকেও মানা করা হয়েছে কয়েকদিন অপেক্ষা করার জন্য কারণ ওদের মধ্যে আগে কিছুটা আত্মবিশ্বাস তৈরি হোক।"
যদিও এই মুর্শিদাবাদ সফর প্রসঙ্গে রাজ্যপাল নিজে বলেন, " মুর্শিদাবাদের মানুষেরা এসেছেন আমার কাছে। সেখানে যদি শান্তি বহাল থাকে সেটা খুবই ভালো বিষয়। কিন্তু আমি নিজে গিয়ে সবটা দেখতে চাই। সেই হিসেবে আমার রিপোর্ট বানানোর জন্য যাওয়াটা খুবই দরকার।"
মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, " ইমামদের নিয়ে উনি বৈঠক করতে পারছেন, কিন্তু মুর্শিদাবাদ কেন যেতে পারছেন না উনার তো যাওয়া উচিত। রাজ্যপাল কে মানা করছেন কারণ উনি কিছু লুকোতে চাইছেন তাই। মোথাবাড়ি ঘটনাতেও যখন আমি যেতে চেয়েছিলাম তখন আমাকে যেতে দেওয়া হয়নি কিন্তু পরে গিয়ে দেখে সমস্ত চিহ্ন মুছে গেছে এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী সেই একই কাজ করতে চাইছেন। পুরো সত্যটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন।"