সিএসকে-পিঙ্ক আর্মি দৌরাত্ম্য, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি - রবিবার আইপিলে ডাবল হেডার ম্যাচ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। জয় দিয়ে আইপিএলের যাত্রা শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। তবে দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ১৭ বছর পর আরসিবির কাছে হেরে যায় সিএসকে। অন্যদিকে এখনও পর্যন্ত ১৮তম আইপিএলে ২ টি ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস। ২ ম্যাচেই হারের মুখ দেখেছে পিঙ্ক আর্মি।
চেন্নাইয়ের ব্যাটন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। চেন্নাইয়ে আবারও রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিনকে। এই সবের মাঝে মূল আকর্ষণ ‘চিরযুবক’ মহেন্দ্র সিং ধোনি। পিঙ্ক আর্মির মাথাব্যথার কারণ চেন্নাইয়ের স্পিন ত্রয়ী অশ্বিন-জাডেজা-নুর। দু ম্যাচে হারে রাজস্থান রয়্যালসের একটা নেতিবাচক বিষয় ফিল্ডিং। তবে পজিটিভ দিক একমাত্র ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনের বড় রান এবং লোয়ার অর্ডারে ধ্রুব জুরেলের ঝোড়ো ইনিংস। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ –
ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, শিবম দুবে, স্যাম কারান, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মাতিসা পাথিরানা
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ -
যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, শুভম দুবে, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, সন্দীপ শর্মা, সঞ্জু স্যামসন (ইমপ্যাক্ট প্লেয়ার)