News details

image

Rabi Mondal / 11 December, 2024

ধুলাগড় টোলপ্লাজা থেকে গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, হাওড়া - চার চাকা গাড়ি করে পাচার করা হচ্ছে মাদক। পিঠের ব্যাগে রাখা ছিল প্যাকেট ভর্তি গাঁজা। গাড়ির তল্লাশি হতেই উদ্ধার হল প্রায় ৯৯ কেজি গাঁজা। ঘটনাটি ঘটেছে হাওড়ার ধুলাগড় টোলপ্লাজাতে। 

সূত্রের খবর, মঙ্গলবার গোপনসূত্রে খবর পেয়ে ধুলাগড় টোলপ্লাজায় নাকা চেকিং করছিল সাঁকরাইল থানার পুলিশ। সঙ্গে ছিল নারকোটিক্স বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। তখনই দুটি গাড়ির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। প্রায় ১০ টি পিঠের ব্যাগের মধ্যে উদ্ধার হয় ৯৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা। যার আনুমানিক বাজারমুল্য প্রায় কয়েক লক্ষ টাকা। 

এই ঘটনায় ওই দুটি গাড়িকে আটক করে পুলিশ। সঙ্গে একজনকে গ্রেফতারও করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান ওড়িশা থেকে কলকাতায় পাচার করা হচ্ছিল ওই গাঁজা। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যে 21(c) NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে।