ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি, মৃত ২
নিজস্ব প্রতিনিধি, হাওড়া - গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ায়। মৃত গাড়ির চালকসহ মৃত ২। শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরশো রোডে দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূল বিধায়কের গাড়ি। যদিও সেইসময়ে গতিতে ছিলেন না তিনি।
সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার। শনিবার রাতে গাড়িটি চালাচ্ছিলেন তার চালক মোস্তাক খান। শনিবার রাতে চার জনকে নিয়ে হাওড়ার শিবপুরের উপর দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলেন ওয়াটগঞ্জের বাসিন্দা মোস্তাক। এদিন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার জেরে গাড়ির সামনের দিকের অংশ ট্রেলারের পিছনে আটকে যায়। যাত্রীরা ভিতরেই আটকে পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিবপুর থানার পুলিশ। তুবড়ে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে পুলিশ। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া গেলে সেখানে মোস্তাক ও আরও এক জনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকিরা বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসারত হাওড়া হাসপাতালেই।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মোক্তারের বাবা মহম্মদ মুক্তার। তিনি বলেন ‘‘আমার বাঁকড়ার বাড়িতে পুজো ছিল। গাড়ি নিয়ে আমার ছেলে এসেছিল। অন্যরাও ছিল ওর সঙ্গে। ফেরার সময়ে শুনলাম গাড়িতে দুর্ঘটনা। আমরা এসে দেখি ঘটনাস্থলেই ছেলে এবং আরও এক আত্মীয়ের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালে। শুনলাম আরও দু’জনের অবস্থা খারাপ। আমরা হাসপাতালে যাচ্ছি। আমার ছেলে বিধায়ক গিয়াসউদ্দিনের গাড়ি চালাত। সেই গাড়িতে দুর্ঘটনা ঘটেছে।’’
তবে এই বিষয়ে বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার দাবি গাড়িটি তার নয়। তিনি বলেন ‘‘আমার স্করপিও গাড়ি রয়েছে। সেটিই আমি ব্যবহার করি। সেই গাড়িতে কোনও দুর্ঘটনা ঘটেনি। আমরা সকলে সুস্থ রয়েছি। অন্য কোনও দুর্ঘটনার কথা শুনিনি।’’ সেইসঙ্গে তিনি জানান তাঁর ব্যক্তিগত গাড়িচালকও সুস্থ ও অক্ষত রয়েছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, গোটা এলাকার সিসি ক্যামেরার ফুটেজও দেখা হবে। সেইসঙ্গে গাড়িতে কেন তৃণমূল বিধায়কের নামপ্লেট লাগানো ছিল সেই বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।