News details

image

Rabi Mondal / 16 December, 2024

কালভার্ট থেকে পুকুরে পড়ে গেল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৪

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ে গেল রাস্তার ধারের পুকুরে।মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন একই পরিবারের চার জন। নিহতদের মধ্যে আছে দুজন শিশুও। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে কোচবিহারের কালজানি এলাকায়।

 সূত্রের খবর, রবিবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বাণেশ্বর গ্রাম পঞ্চায়েতের কাওয়ারগঞ্জ এলাকার বাসিন্দা তথা নাটাবাড়ি হাইস্কুলের শিক্ষক দম্পতি সঞ্জিত রায় ও বিপাশা সরকার রায়। সঙ্গে ছিল দুই সন্তান পাঁচ বছরের ইশশ্রী ও দুই বছরের ছেলে ইভান। ফেরার পথে রাত সাড়ে ১১টা-১২টা নাগাদ কালজানি হেরিটেজ এলাকার রাস্তা দিয়ে গাড়িটি যাচ্ছিল। আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারান সঞ্জয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পথের ধারে একটি পুকুরে উল্টে পড়ে। গাড়ির মধ্যে আটকে পড়েন চারজনেই। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন।

 খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।গাড়ির জানলা ভেঙে চারজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাতে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।