চাহাল-ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ, চর্চায় স্পিনারের ‘সুগার ড্যাডি’ টি-শার্ট
নিজস্ব প্রতিনিধি, মুম্বই – অবশেষে বৃহস্পতিবার বিবাহ বিচ্ছেদ হয়ে গেল ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং নৃত্যশিল্পী ধনশ্রী বর্মা। বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হওয়ার পর স্পিনারকে জ্যাকেট খুলে কোর্ট থেকে বেরিয়ে যেতে দেখা যায়। সবার নজর কাড়ে চাহালের ‘সুগার ড্যাডি’ টি-শার্ট। যা এখন চর্চায়।
চাহালের কালো টি-শার্টের উপর লেখা ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’। মুহূর্তের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চাহালের ‘সুগার ড্যাডি’ টি-শার্ট। একজন লিখেছেন, “তিনি আক্ষরিক অর্থেই টি-শার্ট পরেছিলেন। তাতে লেখা ছিল, তোমার নিজের সুগার ড্যাডি হও।“ অন্য একজন লিখেছেন, “তার টি-শার্টের শব্দগুলিই সবকিছু বলে দেয়।“
গত ১৮ মাস ধরে আলাদা থাকতেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং নৃত্যশিল্পী ধনশ্রী বর্মা। মুম্বইয়ের পারিবারিক আদালতের নির্দেশে অবশেষে বৃহস্পতিবার বিবাহ বিচ্ছেদ হয়ে গেল তাঁদের। চাহাল আইপিএল নিয়ে ব্যস্ত হয়ে যাবে বলে ডিভোর্স প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে ৬ মাসের কুল-অফ পিরিয়ড। খোরপোশের দাবি নিয়ে দুজনেই একমত হয়েছেন।
খোরপোশ বাবদ ৪ কোটি ৭৫ লক্ষ টাকা চেয়েছেন ধনশ্রী বর্মা। এদিন সেই মোটা অঙ্কের টাকা দিতেও রাজি হয়ে গিয়েছেন চাহাল। ইতিমধ্যেই ধনশ্রীকে ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দিয়েছেন তিনি। এবার বাকি টাকা দিয়ে দেবেন বলে জানিয়েছেন ভারতের তারকা স্পিনার। আদালত থেকে বেরিয়ে চাহালের আইনজীবী নীতিন কুমার গুপ্তা জানিয়েছেন, “ডিভোর্সের আদেশ জারি করেছে কোর্ট। দুই তরফ থেকে পেশ করা যৌথ পিটিশন গ্রহণ করেছে আদালত। এখন থেকে চাহাল এবং ধনশ্রী আর স্বামী-স্ত্রী নন।”
গত মাসে বান্দ্রার পারিবারিক আদালতে হাজির হয়ে ছিলেন চাহাল ও ধনশ্রী। আদালতে বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে তাঁরা জানিয়েছিলেন, “একে অপরের সঙ্গে মানিয়ে নিতে আর পাচ্ছেন না।” তাঁদের ৪৫ মিনিট আলোচনা করার জন্য নির্দেশ দেন বিচারক। নিজেদের মধ্যে আলোচনার পর চাহাল ও ধনশ্রী জানান, বিচ্ছেদ চান। যাবতীয় প্রক্রিয়ার পর অবশেষে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।