সম্ভাবনা প্রবল, মহাকুম্ভে যাবেন মোদি-শাহ-ধনকড়
নিজস্ব প্রতিনিধি,দিল্লি – সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি প্রয়াগরাজে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব কিছু ঠিক থাকলে মহাকুম্ভে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। শোনা যাচ্ছে, মহাকুম্ভে যেতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সম্প্রতি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহাকুম্ভে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোনা যাচ্ছে, মহাকুম্ভে যেতে পারেন প্রধানমন্ত্রী। মহাকুম্ভে অংশ গ্রহণের ইচ্ছা রয়েছে মোদি। এই বিষয়ে নিজে মুখেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, আগামী ২৭ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ১ ফেব্রুয়ারি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও আগামী ১০ ফেব্রুয়ারি প্রয়াগরাজে অমৃতস্নান করতে যেতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।
বর্তমানে প্রয়াগরাজে উপচে পরা ভিড় পুণ্যার্থীদের। সূত্রের খবর, এই পরিস্থিতিতে সেখানে প্রধানমন্ত্রী গেলে অসুবিধায় পড়তে পারেন পুণ্যার্থীরা। তাই কিছুদিন পরে প্রয়াগরাজ যেতে পারেন প্রধানমন্ত্রী।
মহাকুম্ভ আয়োজনের নিশ্ছিদ্র নিরাপত্তা রাখতে মরিয়া পুলিশ প্রশাসন। এর সাফল্যের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মুখ্যসচিব মনোজ সিং, ডিজিপি প্রশান্ত কুমার, মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয়, মেলা আধিকারিক বিজয় কিরণ, ডিআইজি বৈভব কৃষ্ণ ও এসএসপি রাজেশ দ্বিবেদী সহ হাজার হাজার কর্মকর্তা।
মহাকুম্ভ মেলায় বসানো হয়েছে ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’। জোর দেওয়া হয়েছে সাইবার নিরাপত্তার উপরে। সাইবার নিরাপত্তার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। যার আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ।