আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে চাঁদের হাট
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বুধবার সূচনা হয়ে গেল ৩০তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে যেন বসেছিল চাঁদের হাট। এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইন্ডোরের পরিবর্তে ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়, অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিংহা, দেব, রুক্মিনী, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, যীশু সেনগুপ্ত, জুন মালিয়া, চিরঞ্জিত, শতাব্দী রায়, পাওলি দাম, সৃজিত মুখোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।
এছাড়া হাজির ছিলেন ছোটো পর্দার কলাকুশলীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন ফ্রান্স, আর্জেন্টিনা সহ একাধিক দেশের প্রতিনিধিরা। একপাশে দেব, অন্যপাশে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম ফ্রান্স। সে দেশের ২১ টি ছবি দেখানো হবে।
এবছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মোট ১৭৫ টি ছবি। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন যিশু সেনগুপ্ত ও জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গঙ্গোপাধ্য়ায়ের নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। প্রয়াত পরিচালক তপন সিনহাকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্র মারফৎ খবর।