আদানি ঘুষ কাণ্ডে জগন্মোহন রেড্ডির সরকারকে তোপ চন্দ্রবাবুর
নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ – আদানি ঘুষ-প্রতারণা কাণ্ডে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতা জগন্মোহন রেড্ডির সরকারকে তোপ দাগলেন বিজেপির জোটসঙ্গী তেলুগু দেসম পার্টির নেতা তথা অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে তদন্তের দাবি জানান তিনি।
শুক্রবার অন্ধ্রপ্রদেশের বিধানসভায় চন্দ্রবাবু বলেন, গৌতম আদানি ও তাঁর সংস্থার বিরুদ্ধে ভারতের একাধিক সরকারি আধিকারিককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। সেই মামলায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন সরকারেরও নাম জড়িয়েছে। তিনি জানান, তাঁর সরকারের তরফ থেকে মার্কিন যে চার্জশিট রিপোর্ট খতিয়ে দেখা হবে। রিপোর্টে গড়মিল পাওয়া গেলে তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
চন্দ্রবাবু নাইডুর দাবি, তাঁর সরকার গঠন হওয়ার পর ২০১৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। যার তদন্ত চলছে। অন্ধ্রপ্রদেশের ব্র্যান্ড ও সুনাম নষ্ট হওয়ার জন্য জগন্মোহন রেড্ডির সরকারকে দায়ী করেছেন তিনি।
উল্লেখ্য, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকারও বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেয় আদানি গোষ্ঠী। সূত্রের খবর, গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মার্কিন প্রশাসন।
আদানি গ্রিন এনার্জি লিমিটেডের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেলা আদালতে আমেরিকার বিচার বিভাগ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফৌজদারি, দেওয়ানি মামলা দায়ের করেছে। এতে আমাদের সংস্থার বোর্ড সদস্য গৌতম আদানি, সাগর আদানি, বিনীত জৈনের নাম রয়েছে।’’
পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রাক্তন কর্তা রঞ্জিত গুপ্ত, রূপেশ আগরওয়ালের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তাঁরা আমেরিকার স্টক মার্কেটে লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক তথা কানাডার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল, দীপক মলহোত্রের।