চিপকে চেন্নাই-দিল্লি মহারণ, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, চেন্নাই – হাতে আছে মাত্র কয়েক ঘণ্টা। তারপরই মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৩ টি ম্যাচে খেলেছে চেন্নাই। এর মধ্যে মাত্র ১ টি জয় পেয়েছে তাঁরা। অন্যদিকে ২ টি ম্যাচে খেলে ২ টিতেই জয়ের মুখ দেখেছে দিল্লি।
ওপেনিংয়ে রাচিন রবীন্দ্র ঝড় তুলছেন। চেন্নাইয়ের ব্যাটন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। চেন্নাইয়ে রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি বেঁধেছেন রবিচন্দ্রন অশ্বিন। এই সবের মাঝে মূল আকর্ষণ ‘চিরযুবক’ মহেন্দ্র সিং ধোনি। দিল্লির মাথাব্যথার কারণ হতে পারে চেন্নাইয়ের স্পিন ত্রয়ী অশ্বিন-জাডেজা-নুর।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। দীর্ঘ সময় ধরে দিল্লি ক্যাপিটালসে খেলছেন তিনি। দিল্লি টিমে ফাফ ডুপ্লেসি, মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সব মিলিয়ে এ বার অনেক গোছানো দল গড়েছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ –
রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, শিবম দুবে, জেমি ওভারটন, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মাতিসা পাথিরানা
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ –
জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজন, মুকেশ কুমার